Skip to main content

اُدْخُلُوْهَا بِسَلٰمٍ اٰمِنِيْنَ   ( الحجر: ٤٦ )

"Enter it
ٱدْخُلُوهَا
"তাতে তোমরা প্রবেশ করো
in peace
بِسَلَٰمٍ
সাথে শান্তির
secure"
ءَامِنِينَ
নিরাপদে"

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তাদেরকে বলা হবে, ‘পূর্ণ শান্তি ও নিরাপত্তার সাথে তোমরা এতে প্রবেশ কর।’

English Sahih:

[Having been told], "Enter it in peace, safe [and secure]."

1 Tafsir Ahsanul Bayaan

(তাদেরকে বলা হবে,) ‘তোমরা শান্তি ও নিরাপত্তার সাথে তাতে প্রবেশ কর।’ [১]

[১] শান্তি সকল বিপদাপদ হতে এবং নিরাপত্তা সকল প্রকার ভয় হতে। অথবা এর অর্থ এক মুসলিম অপর মুসলিমকে বা ফিরিশতাগণ জান্নাতীদেরকে শান্তির দু'আ দেবে। অথবা আল্লাহ তাআলার পক্ষ হতে তাদের জন্য নিরাপত্তা ও শান্তির ঘোষণা দেওয়া হবে।