Skip to main content

আল হাক্বক্বাহ শ্লোক ৪৫

لَاَخَذْنَا مِنْهُ بِالْيَمِيْنِۙ  ( الحاقة: ٤٥ )

Certainly We (would) have seized
لَأَخَذْنَا
অবশ্যই আমরা ধরতাম
him
مِنْهُ
তাকে
by the right hand;
بِٱلْيَمِينِ
ডান হাত দ্বারা;

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আমি অবশ্যই তার ডান হাত ধরে তাকে পাকড়াও করতাম,

English Sahih:

We would have seized him by the right hand;

1 Tafsir Ahsanul Bayaan

তবে অবশ্যই আমি তার ডান হাত ধরে ফেলতাম, [১]

[১] অথবা ডান হাত দ্বারা পাকড়াও করতাম। কেননা, ডান হাত দ্বারা দৃঢ়তার সাথে পাকড়াও করা যায়। অবশ্য আল্লাহর উভয় হাতই ডান হাত; যেমন এ কথা হাদীসে এসেছে।