Skip to main content

لِمَنْ شَاۤءَ مِنْكُمْ اَنْ يَّسْتَقِيْمَۗ  ( التكوير: ٢٨ )

For whoever
لِمَن
তার জন্যে
wills
شَآءَ
যে চায়
among you
مِنكُمْ
তোমাদের মধ্যে
to
أَن
যে
take a straight way
يَسْتَقِيمَ
সোজা চলতে

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তার জন্য- যে তোমাদের মধ্যে সরল সঠিক পথে চলতে চায়।

English Sahih:

For whoever wills among you to take a right course.

1 Tafsir Ahsanul Bayaan

তোমাদের মধ্যে যে সরল পথে চলতে চায় তার জন্য।