Skip to main content

مَا الْحَاۤقَّةُ ۚ   ( الحاقة: ٢ )

مَا
What
কি সেই?
l-ḥāqatu
ٱلْحَآقَّةُ
(is) the Inevitable Reality?
সুনিশ্চিত ঘটনা

Mal haaaqqah (al-Ḥāq̈q̈ah ৬৯:২)

English Sahih:

What is the Inevitable Reality? (Al-Haqqah [69] : 2)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

কী সেই নিশ্চিত সংঘটিতব্য বিষয়? (আল হাক্বক্বাহ [৬৯] : ২)

1 Tafsir Ahsanul Bayaan

কী সেই অবশ্যম্ভাবী ঘটনা? [১]

[১] এটি শাব্দিক প্রশ্নবাচক হলেও উদ্দেশ্য হল, কিয়ামতের দিনের ভয়ঙ্করতা ও ভয়াবহতার কথা বর্ণনা করা।