Skip to main content

لِيَوْمِ الْفَصْلِۚ  ( المرسلات: ١٣ )

liyawmi
لِيَوْمِ
For (the) Day
দিনের জন্য
l-faṣli
ٱلْفَصْلِ
(of) Judgment
পৃৃথককারী (ফয়সালার)

Li yawmil Fasl (al-Mursalāt ৭৭:১৩)

English Sahih:

For the Day of Judgement. (Al-Mursalat [77] : 13)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

চূড়ান্ত ফয়সালার দিনের জন্য। (আল মুরসালাত [৭৭] : ১৩)

1 Tafsir Ahsanul Bayaan

ফায়সালা দিবসের জন্য। [১]

[১] অর্থাৎ, যেদিন লোকদের মাঝে ফায়সালা করা হবে। সেদিন কেউ যাবে জান্নাতে, আর কেউ যাবে জাহান্নামে।