Skip to main content

اِنَّ يَوْمَ الْفَصْلِ كَانَ مِيْقَاتًاۙ  ( النبإ: ١٧ )

Indeed
إِنَّ
নিশ্চয়ই
(the) Day
يَوْمَ
দিন
(of) the Judgment
ٱلْفَصْلِ
বিচারের
is
كَانَ
আছে
an appointed time
مِيقَٰتًا
নির্দিষ্ট

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

নিশ্চয়ই নির্ধারিত আছে মীমাংসার দিন,

English Sahih:

Indeed, the Day of Judgement is an appointed time -

1 Tafsir Ahsanul Bayaan

নিশ্চয়ই নির্ধারিত আছে ফায়সালার দিবস; [১]

[১] অর্থাৎ, পূর্বেকার এবং শেষকার সবারই জমা হবার এবং ওয়াদার দিন। তাকে 'ফায়সালার দিবস' এই জন্য বলা হয়েছে যে, সেই দিনে জমা হওয়ার উদ্দেশ্যই হল সমস্ত মানুষের আমলানুযায়ী ফায়সালা করা হবে।