مَّرْفُوْعَةٍ مُّطَهَّرَةٍ ۢ ۙ ( عبس: ١٤ )
marfūʿatin
مَّرْفُوعَةٍ
Exalted
উচ্চ মর্যাদাসম্পন্ন
muṭahharatin
مُّطَهَّرَةٍۭ
purified
পবিত্র
Marfoo'atim mutah hara, (ʿAbasa ৮০:১৪)
English Sahih:
Exalted and purified, ('Abasa [80] : 14)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
সমুন্নত, পবিত্র। (আবাসা [৮০] : ১৪)
1 Tafsir Ahsanul Bayaan
যা উচ্চ মর্যাদাপূর্ণ, পূত-পবিত্র। [১]
[১] مرفوعة অর্থাৎ, আল্লাহর নিকটে মর্যাদাপূর্ণ। অথবা এটা সন্দেহ এবং পরস্পরবিরোধিতা থেকে বহু উচ্চে। مطهرة অর্থাৎ, সেটি একেবারে পূত-পবিত্র। কেননা, তাকে পবিত্র লোক (ফিরিশতা)গণ ছাড়া কেউ স্পর্শ করে না। কিংবা তা কম-বেশী হতে পাক-পবিত্র।