Skip to main content

ضَاحِكَةٌ مُّسْتَبْشِرَةٌ ۚ  ( عبس: ٣٩ )

Laughing
ضَاحِكَةٌ
সহাস্য
rejoicing at good news
مُّسْتَبْشِرَةٌ
প্রফুল্ল (হবে)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

সহাস্য, উৎফুল্ল।

English Sahih:

Laughing, rejoicing at good news.

1 Tafsir Ahsanul Bayaan

সহাস্য ও প্রফুল্ল। [১]

[১] এইরূপ ঈমানদারদের চেহারা হবে। যাদেরকে আমলনামা ডান হাতে দেওয়া হবে। এর দ্বারা তাদের আখেরাতের সুখ ও সাফল্য লাভের একীন হয়ে যাবে। যার ফলে তাদের মুখমন্ডলে খুশীর আভা প্রকাশ পাবে।