Skip to main content

اِذَا السَّمَاۤءُ انْفَطَرَتْۙ  ( الإنفطار: ١ )

When
إِذَا
যখন
the sky
ٱلسَّمَآءُ
আকাশ
(is) cleft asunder
ٱنفَطَرَتْ
ফেটে যাবে

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

যখন আসমান ফেটে যাবে,

English Sahih:

When the sky breaks apart

1 Tafsir Ahsanul Bayaan

আকাশ যখন বিদীর্ণ হবে। [১]

[১] অর্থাৎ, আল্লাহর আদেশ এবং তাঁর ভয়ে (আসমান) ফেটে যাবে এবং ফিরিশতাগণ নিচে অবতরণ করবেন।