وَمِزَاجُهٗ مِنْ تَسْنِيْمٍۙ ( المطففين: ٢٧ )
wamizājuhu
وَمِزَاجُهُۥ
And its mixture
এবং তার মিশ্রণ হবে
min
مِن
(is) of
এর
tasnīmin
تَسْنِيمٍ
Tasnim
তাসনীম
Wa mizaajuhoo min Tasneem (al-Muṭaffifīn ৮৩:২৭)
English Sahih:
And its mixture is of Tasneem, (Al-Mutaffifin [83] : 27)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
তাতে মেশানো থাকবে ‘তাসনীম, (আত-তাতফীফ [৮৩] : ২৭)
1 Tafsir Ahsanul Bayaan
এর মিশ্রণ হবে তাসনীমের (পানির)। [১]
[১] 'তাসনীম' শব্দের অর্থ হল উচ্চতা। উটের কুঁজ তার শরীর থেকে উঁচু, তাই তাকে 'সিনাম' বলা হয়। কবর উঁচু করাকেও 'তাসনীমুল ক্বুবূর' বলা হয়। ভাবার্থ এটাই হল যে, উক্ত মদিরায় তাসনীম শারাবের মিশ্রণ থাকবে; যা জান্নাতের উঁচু এলাকার এক ঝরনা থেকে প্রবাহিত হবে। আর এটা জান্নাতের সবচেয়ে উত্তম ও উচ্চ পর্যায়ের বিশুদ্ধ শারাব হবে।