Skip to main content

وَمِزَاجُهٗ مِنْ تَسْنِيْمٍۙ  ( المطففين: ٢٧ )

And its mixture
وَمِزَاجُهُۥ
এবং তার মিশ্রণ হবে
(is) of
مِن
এর
Tasnim
تَسْنِيمٍ
তাসনীম

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তাতে মেশানো থাকবে ‘তাসনীম,

English Sahih:

And its mixture is of Tasneem,

1 Tafsir Ahsanul Bayaan

এর মিশ্রণ হবে তাসনীমের (পানির)। [১]

[১] 'তাসনীম' শব্দের অর্থ হল উচ্চতা। উটের কুঁজ তার শরীর থেকে উঁচু, তাই তাকে 'সিনাম' বলা হয়। কবর উঁচু করাকেও 'তাসনীমুল ক্বুবূর' বলা হয়। ভাবার্থ এটাই হল যে, উক্ত মদিরায় তাসনীম শারাবের মিশ্রণ থাকবে; যা জান্নাতের উঁচু এলাকার এক ঝরনা থেকে প্রবাহিত হবে। আর এটা জান্নাতের সবচেয়ে উত্তম ও উচ্চ পর্যায়ের বিশুদ্ধ শারাব হবে।