Skip to main content

سَبِّحِ اسْمَ رَبِّكَ الْاَعْلَىۙ   ( الأعلى: ١ )

sabbiḥi
سَبِّحِ
Glorify
মহিমা ঘোষণা করো
is'ma
ٱسْمَ
(the) name
নামের
rabbika
رَبِّكَ
(of) your Lord
তোমার রবের
l-aʿlā
ٱلْأَعْلَى
the Most High
সুমহান

Sabbihisma Rabbikal A'laa (al-ʾAʿlā ৮৭:১)

English Sahih:

Exalt the name of your Lord, the Most High, (Al-A'la [87] : 1)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তোমার মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা কর। (আল আ'লা [৮৭] : ১)

1 Tafsir Ahsanul Bayaan

তুমি তোমার সুমহান প্রতিপালকের নামে পবিত্রতা ও মহিমা ঘোষণা কর। [১]

[১] ঐ সব জিনিস থেকে পবিত্র যা তাঁর জন্য শোভনীয় বা উপযুক্ত নয়। হাদীসে বর্ণিত হয়েছে যে, নবী (সাঃ) এই সূরাটির প্রথম আয়াতের জওয়াবে 'সুবহানা রাব্বিয়াল আ'লা' বলতেন। (মুসনাদে আহমাদ, আবু দাউদ নামায অধ্যায়, নামাযে দু'আর পরিচ্ছেদ শায়খ আলবানী এটাকে সহীহ বলেছেন।)