Skip to main content

আদ্ব-দ্বোহা শ্লোক ১

وَالضُّحٰىۙ  ( الضحى: ١ )

By the morning brightness
وَٱلضُّحَىٰ
শপথ প্রথম প্রহরের

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

সকালের উজ্জ্বল আলোর শপথ,

English Sahih:

By the morning brightness .

1 Tafsir Ahsanul Bayaan

শপথ পূর্বাহ্নের (দিনের প্রথম ভাগের)। [১]

[১] ضُحى পূর্বাহ্ন বা চাশতের অক্ত্ ঐ সময়কে বলা হয়, যখন (সকালে) সূর্য একটু উঁচুতে ওঠে। কিন্তু এখানে উদ্দেশ্য পূর্ণ দিন।