وَالتِّيْنِ وَالزَّيْتُوْنِۙ ( التين: ١ )
By the fig
وَٱلتِّينِ
শপথ তীন (ডুমুর)
and the olive
وَٱلزَّيْتُونِ
এবং যয়তুনের (জলপাই)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
শপথ তীন ও যায়তূন-এর (যা জন্মে সিরিয়া ও ফিলিস্তিন এলাকায় যে স্থান বহু পুণ্যময় নবী ও রসূলের স্মৃতিতে ধন্য)।
English Sahih:
By the fig and the olive
1 Tafsir Ahsanul Bayaan
শপথ তীন ও যাইতূনের। [১]
[১] ('তীন' ডুমুরজাতীয় এক প্রকার মিষ্টি ফল; যার গাছ ও ফল ডুমুর গাছ ও ফলের মতই দেখতে। উর্দুতে 'আনজীর' তর্জমা দেখে তা আমাদের দেশের 'পেয়ারা' 'আঞ্জীর' বা 'আমসপেরা' মনে করা ভুল। যয়তূনকে ইংরেজীতে 'অলিভ' বলা হয়। বাংলাতে এর অনুবাদ 'জলপাই' করা হয়ে থাকে।) -সম্পাদক