Skip to main content

وَاَمَّا مَنْ خَفَّتْ مَوَازِيْنُهٗۙ  ( القارعة: ٨ )

But as for
وَأَمَّا
আর (তার) ব্যাপার
(him) whose
مَنْ
যার
are light
خَفَّتْ
হালকা হবে
his scales
مَوَٰزِينُهُۥ
তার পাল্লাসমূহ নেকীর

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আর যার (সৎকর্মের) পাল্লা হালকা হবে,

English Sahih:

But as for one whose scales are light,

1 Tafsir Ahsanul Bayaan

কিন্তু যার পাল্লা হাল্‌কা হবে, [১]

[১] অর্থাৎ, যার নেকীর তুলনায় বদীর পরিমাণ বেশী হবে, ফলে পাপের পাল্লা ভারী হবে এবং পুণ্যের পাল্লা হালকা হবে।