وَمَآ اَدْرٰىكَ مَا الْحُطَمَةُ ۗ ( الهمزة: ٥ )
wamā
وَمَآ
And what
এবং কি
adrāka
أَدْرَىٰكَ
will make you know
তোমাকে জানাবে
mā
مَا
what
কি
l-ḥuṭamatu
ٱلْحُطَمَةُ
the Crusher (is)?
বিচূর্ণকারী স্থান
Wa maa adraaka mal-hutamah (al-Humazah ১০৪:৫)
English Sahih:
And what can make you know what is the Crusher? (Al-Humazah [104] : 5)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
তুমি কি জান চূর্ণ-বিচূর্ণকারী কী? (হুমাযাহ [১০৪] : ৫)
1 Tafsir Ahsanul Bayaan
কিসে তোমাকে জানাল, হুত্বামা কি? [১]
[১] এই প্রশ্নসূচক বাক্য 'হুত্বামাহ' জাহান্নামের ভয়াবহতাকে ব্যক্ত করার জন্য ব্যবহার করা হয়েছে। অর্থাৎ, সেটা এমন ভয়ংকর আগুন হবে, যার প্রকৃতত্বে তোমার জ্ঞান-বুদ্ধি পৌঁছতে পারে না এবং তোমার সমঝ ও অনুভব তা আয়ত্ত করতে পারে না।