Skip to main content

فِيْ عَمَدٍ مُّمَدَّدَةٍ ࣖ  ( الهمزة: ٩ )

In
فِى
মধ্যে
columns
عَمَدٍ
স্তম্ভসমূহের
extended
مُّمَدَّدَةٍۭ
দীর্ঘায়িত

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

(লেলিহান অগ্নিশিখার) উঁচু উঁচু স্তম্ভে।

English Sahih:

In extended columns.

1 Tafsir Ahsanul Bayaan

দীর্ঘায়িত স্তম্ভসমূহে। [১]

[১] مُؤصَدَة অর্থ হল বন্ধ বা পরিবেষ্টিত। অর্থাৎ, জাহান্নামের সকল দরজা ও পথ বন্ধ করে দেওয়া হবে; যাতে সেখান হতে কেউ বের হতে না পারে। তাদেরকে লোহার পেরেকের সাথে বেঁধে দেওয়া হবে; যা লম্বা লম্বা স্তম্ভের মত হবে। কোন কোন উলামার মতে, عَمَد অর্থ হলঃ বেড়ি বা লৌহবেষ্টনী এবং কারো মতে এর অর্থ হল স্তম্ভ বা থাম। যাতে বেঁধে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে। (ফাতহুল ক্বাদীর)