كَذَّبَتْ ثَمُوْدُ الْمُرْسَلِيْنَ ۖ ( الشعراء: ١٤١ )
kadhabat
كَذَّبَتْ
Denied
মিথ্যারোপ করেছিলো
thamūdu
ثَمُودُ
Thamud
সামূদ জাতি
l-mur'salīna
ٱلْمُرْسَلِينَ
the Messengers
রাসূলদেরকে
Kazzabat Samoodul mursaleen (aš-Šuʿarāʾ ২৬:১৪১)
English Sahih:
Thamud denied the messengers. (Ash-Shu'ara [26] : 141)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
সামূদ জাতি রসূলগণকে প্রত্যাখ্যান করেছিল। (আশ-শো'আরা [২৬] : ১৪১)
1 Tafsir Ahsanul Bayaan
সামূদ সম্প্রদায়[১] রসূলগণকে মিথ্যাজ্ঞান করেছিল।
[১] সামূদ জাতির বাসস্থান ছিল হিজর, যা হিজাযের উত্তরে অবস্থিত। আজ-কাল যা মাদায়েন সালেহ নামে পরিচিত। (আইসারুত তাফাসীর) এরা ছিল আরবী। নবী (সাঃ) তাবুক যাওয়ার সময় তাদের এলাকার উপর দিয়ে পার হয়েছিলেন। যেমন, এর পূর্বে বর্ণিত হয়েছে।