Skip to main content

وَاِنَّهٗ لَتَنْزِيْلُ رَبِّ الْعٰلَمِيْنَ ۗ   ( الشعراء: ١٩٢ )

And indeed it
وَإِنَّهُۥ
এবং নিশ্চয়ই তা
surely is a Revelation
لَتَنزِيلُ
অবশ্যই অবতীর্ণ
(of the) Lord
رَبِّ
রবের (পক্ষ হ'তে)
(of) the worlds
ٱلْعَٰلَمِينَ
বিশ্বজগতের

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

অবশ্যই এ কুরআন জগতসমূহের প্রতিপালকের নিকট হতে অবতীর্ণ।

English Sahih:

And indeed, it [i.e., the Quran] is the revelation of the Lord of the worlds.

1 Tafsir Ahsanul Bayaan

নিঃসন্দেহে কুরআন বিশ্বজগতের প্রতিপালকের অবতীর্ণকৃত (গ্রন্থ)।