يٰسۤ ۚ ( يس: ١ )
Ya Sin
يسٓ
ইয়া-সীন।
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
ইয়াসীন।
English Sahih:
Ya, Seen.
1 Tafsir Ahsanul Bayaan
ইয়া-সীন,[১]
[১] অনেকে এর অর্থ, 'হে ব্যক্তি! বা হে মানুষ!' বলেছেন। আবার অনেকে এটিকে নবী (সাঃ)-এর নাম এবং অনেকে আল্লাহ তাআলার সুন্দরতম নামাবলীর একটি নাম রূপে উল্লেখ করেছেন। কিন্তু এই সকল মত কোন প্রমাণ ছাড়াই পেশ করা হয়েছে। কারণ এটিও সেই 'হরূফে মুক্বাত্ত্বাআত' (বিচ্ছিন্ন অক্ষরমালা), যার অর্থ আল্লাহ ছাড়া অন্য কেউ অবগত নয়।