Skip to main content

ۨالَّذِيْنَ يُجَادِلُوْنَ فِيْٓ اٰيٰتِ اللّٰهِ بِغَيْرِ سُلْطٰنٍ اَتٰىهُمْۗ كَبُرَ مَقْتًا عِنْدَ اللّٰهِ وَعِنْدَ الَّذِيْنَ اٰمَنُوْا ۗ كَذٰلِكَ يَطْبَعُ اللّٰهُ عَلٰى كُلِّ قَلْبِ مُتَكَبِّرٍ جَبَّارٍ  ( غافر: ٣٥ )

Those who
ٱلَّذِينَ
যারা
dispute
يُجَٰدِلُونَ
তর্কে লিপ্ত হয়
concerning
فِىٓ
ক্ষেত্রে
(the) Signs
ءَايَٰتِ
নিদর্শনাবলীর
(of) Allah
ٱللَّهِ
আল্লাহর
without
بِغَيْرِ
ব্যতীত
any authority
سُلْطَٰنٍ
কোনো প্রমাণ (যা)
(having) come to them
أَتَىٰهُمْۖ
তাদের কাছে এসেছে
(it) is greatly
كَبُرَ
অতিশয় হয়েছে
(in) hateful
مَقْتًا
ঘৃণা
near Allah
عِندَ
কাছে
near Allah
ٱللَّهِ
আল্লাহর
and near
وَعِندَ
ও কাছে
those
ٱلَّذِينَ
(তাদের) যারা
who believe
ءَامَنُوا۟ۚ
ঈমান এনেছে
Thus
كَذَٰلِكَ
এভাবে
Allah sets a seal
يَطْبَعُ
সীল মেরে দেন
Allah sets a seal
ٱللَّهُ
আল্লাহ
over
عَلَىٰ
উপর
every
كُلِّ
প্রত্যেক
heart
قَلْبِ
অন্তরের (উপর)
(of) an arrogant
مُتَكَبِّرٍ
(যা) অহংকারী
tyrant"
جَبَّارٍ
স্বৈরাচারী"

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

যারা নিজেদের কাছে কোন যুক্তি-প্রমাণ না আসলেও আল্লাহর নিদর্শনাবলীর ব্যাপারে বাক-বিতন্ডা করে। আল্লাহর দৃষ্টিতে আর মু’মিনদের দৃষ্টিতে (এ আচরণ) খুবই ঘৃণিত। আল্লাহ এভাবে প্রত্যেক দাম্ভিক স্বৈরাচারীর অন্তরের উপর মোহর মেরে দেন।

English Sahih:

Those who dispute concerning the signs of Allah without an authority having come to them – great is hatred [of them] in the sight of Allah and in the sight of those who have believed. Thus does Allah seal over every heart [belonging to] an arrogant tyrant.

1 Tafsir Ahsanul Bayaan

যারা নিজেদের নিকট আগত কোন দলীল-প্রমাণ ছাড়াই আল্লাহর নিদর্শন সম্পর্কে বিতন্ডায় লিপ্ত হয়[১] --তাদের এ কাজ আল্লাহ এবং বিশ্বাসীদের নিকট অতিশয় অসন্তোষের বিষয়।[২] এইভাবে আল্লাহ প্রত্যেক উদ্ধত ও স্বৈরাচারী ব্যক্তির হৃদয়কে মোহর করে দেন। [৩]

[১] অর্থাৎ, আল্লাহর পক্ষ হতে অবতীর্ণকৃত কোন দলীল তাদের কাছে নেই। তা সত্ত্বেও তারা আল্লাহর তাওহীদ এবং তাঁর বিধি-বিধানের ব্যাপারে অন্যায়ভাবে তর্ক করে। যেমন, প্রত্যেক যুগের বাতিলপন্থীদের এটাই হল অভ্যাস।

[২] অর্থাৎ, তাদের এই মন্দ আচরণের কারণে কেবল মহান আল্লাহই অসন্তুষ্ট হন না, বরং মু'মিনরাও তাতে চরম অসন্তুষ্ট হন।

[৩] অর্থাৎ, যেভাবে এই বিতর্ককারীদের অন্তরে মোহর এঁটে দেওয়া হয়েছে, ঐভাবেই এমন সকল ব্যক্তির অন্তরে মোহর এঁটে দেওয়া হয়, যারা আল্লাহর আয়াতের মোকাবেলায় অহংকার ও ধৃষ্টতা প্রদর্শন করে। যার পরে ভাল তাদের নজরে ভাল দেখায় না এবং মন্দও তাদের নজরে মন্দ দেখায় না। বরং অনেক সময় মন্দ তাদের কাছে ভাল এবং ভাল তাদের কাছে মন্দ রূপে পরিগণিত হয়।