Skip to main content

يَدْعُوْنَ فِيْهَا بِكُلِّ فَاكِهَةٍ اٰمِنِيْنَۙ   ( الدخان: ٥٥ )

They will call
يَدْعُونَ
তারা চেয়ে চেয়ে নিবে
therein
فِيهَا
তার মধ্যে
for every kind
بِكُلِّ
প্রত্যেক প্রকার
(of) fruit
فَٰكِهَةٍ
ফলমূল
secure
ءَامِنِينَ
প্রশান্ত মনে

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

সেখানে তারা পূর্ণ শান্তি ও নিরাপত্তার সাথে নানান ফলমূল আনতে বলবে।

English Sahih:

They will call therein for every [kind of] fruit – safe and secure.

1 Tafsir Ahsanul Bayaan

সেখানে তারা নিশ্চিন্তে বিবিধ ফলমূল আনতে বলবে। [১]

[১] آمِنِيْنَ (নির্ভয়ে, নির্বিঘ্নে, নিশ্চিন্তে) এর অর্থ হল, না তা শেষ হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে, আর না তা খেয়ে কোন রোগ ইত্যাদি হওয়ার ভয় থাকবে। অথবা না মৃত্যু, ক্লান্তি এবং শয়তানের কোন ভয় থাকবে।