Skip to main content

عِنْدَهَا جَنَّةُ الْمَأْوٰىۗ   ( النجم: ١٥ )

Near it
عِندَهَا
তার কাছেই আছে
(is the) Garden
جَنَّةُ
জান্নাত
(of) Abode
ٱلْمَأْوَىٰٓ
বসবাসের/ মাওয়া

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

যার কাছে অবস্থিত বসবাসের জান্নাত।

English Sahih:

Near it is the Garden of Refuge [i.e., Paradise] –

1 Tafsir Ahsanul Bayaan

যার নিকট অবস্থিত (জান্নাতুল মা’ওয়া) বাসোদ্যান। [১]

[১] এটাকে 'জান্নাতুল মা'ওয়া' এই কারণে বলা হয় যে, এটাই ছিল আদম (আঃ)-এর আশ্রয়স্থল ও বাসস্থান। আবার কেউ কেউ বলেছেন, আত্মাসমূহ এখানে এসে জমায়েত হয়। (ফাতহুল কাদীর)