Skip to main content

وَاَنَّ سَعْيَهٗ سَوْفَ يُرٰىۖ  ( النجم: ٤٠ )

And that
وَأَنَّ
এবং (এও) যে
his striving
سَعْيَهُۥ
তার চেষ্টা
will soon
سَوْفَ
শীঘ্রই
be seen
يُرَىٰ
তাকে দেখান হবে

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আর এই যে, তার চেষ্টা সাধনার ফল শীঘ্রই তাকে দেখানো হবে,

English Sahih:

And that his effort is going to be seen –

1 Tafsir Ahsanul Bayaan

আর এই যে, তার কর্ম অচিরেই তাকে দেখানো হবে। [১]

[১] অর্থাৎ, দুনিয়াতে সে ভাল-মন্দ যাই করেছে; গোপনে করে থাকুক বা প্রকাশ্যে, কিয়ামতের দিন তা সব সামনে এসে যাবে এবং তার উপর তাকে পরিপূর্ণ বদলা দেওয়া হবে।