Skip to main content

خَلَقَ الْاِنْسَانَۙ   ( الرحمن: ٣ )

He created
خَلَقَ
তিনি সৃষ্টি করেছেন
[the] man
ٱلْإِنسَٰنَ
মানুষকে

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তিনিই মানুষ সৃষ্টি করেছেন,

English Sahih:

Created man,

1 Tafsir Ahsanul Bayaan

তিনিই সৃষ্টি করেছেন মানুষ। [১]

[১] অর্থাৎ, এরা বানর ইত্যাদি জীব-জন্তু থেকে অভিব্যক্তি বা ক্রমবিকাশ লাভ করতে করতে মানুষ হয়ে যায়নি; যেমন মিষ্টার ডারউইনের বিবর্তনবাদ থিউরীতে বলা হয়েছে। বরং মানুষকে এই আকার-আকৃতিতেই শুরু থেকেই মহান আল্লাহ সৃষ্টি করেছেন যা পশুদের থেকে ভিন্ন এক স্বতন্ত্র সৃষ্টি। এখানে 'মানুষ' শব্দটি 'জিনস' তথা জাতি হিসাবে ব্যবহার হয়েছে।