مُدْهَاۤمَّتٰنِۚ ( الرحمن: ٦٤ )
mud'hāmmatāni
مُدْهَآمَّتَانِ
Dark green
(এ দুই) ঘন সবুজ বাগান
Mudhaaammataan (ar-Raḥmān ৫৫:৬৪)
English Sahih:
Dark green [in color]. (Ar-Rahman [55] : 64)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
ঘন সবুজ এ বাগান দু’টো। (আর রহমান [৫৫] : ৬৪)
1 Tafsir Ahsanul Bayaan
কৃষ্ণবরণ ঘন সবুজ এ (জান্নাতের) বাগান দুটি; [১]
[১] অত্যধিক সতেজ ও ঘন সবুজ হওয়ার কারণে তা কালো মত দেখাবে।