তাতে আছে উত্তম স্বভাব চরিত্রের সুন্দরী (কুমারী)রা।
English Sahih:
In them are good and beautiful women.
1 Tafsir Ahsanul Bayaan
সে সকলের মাঝে রয়েছে উত্তম চরিত্রের সুন্দরীগণ। [১]
[১] خَيْرَاتٌ থেকে উদ্দিষ্ট, চারিত্রিক ও আচার-আচরণের উৎকৃষ্টতা। আর حِسَانٌ এর অর্থ, রূপ-লাবণ্যের অপূর্বতা।
2 Tafsir Abu Bakr Zakaria
সে উদ্যানসমূহের মাঝে রয়েছে চরিত্রবর্তী, অনিন্দ্য সুন্দরীগণ [১]।
[১] خيرات এর অর্থ চারিত্রিক দিক দিয়ে সুশীলা এবং حسانٌ এর অর্থ দেহাবয়বের দিক দিয়ে সুন্দরী। উভয় উদ্যানের নারীগণ সমভাবে এই বিশেষণে বিশেষিত হবে। [ইবন কাসীর; কুরতুবী; ফাতহুল কাদীর]
3 Tafsir Bayaan Foundation
সেই জান্নাতসমূহে থাকবে উত্তম চরিত্রবতী অনিন্দ্য সুন্দরীগণ।