Skip to main content

আল ওয়াক্বিয়া শ্লোক ৩৩

لَّا مَقْطُوْعَةٍ وَّلَا مَمْنُوْعَةٍۙ   ( الواقعة: ٣٣ )

Not
لَّا
না
limited
مَقْطُوعَةٍ
শেষ হবে
and not
وَلَا
আর না
forbidden
مَمْنُوعَةٍ
নিষিদ্ধ হবে

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

যা কখনও শেষ হবে না, কক্ষনো নিষিদ্ধও হবে না।

English Sahih:

Neither limited [to season] nor forbidden,

1 Tafsir Ahsanul Bayaan

যা শেষ হবে না ও নিষিদ্ধও হবে না। [১]

[১] অর্থাৎ, এই ফলগুলো এমন মৌসমী ফল হবে না যে, মৌসম শেষ হয়ে গেলেই এই ফলগুলো আগামী মৌসম পর্যন্ত বিলুপ্ত হয়ে যাবে। ফলগুলো এ ধরনের ফুল-মুকুলের ঋতুর অধীনস্থ হবে না। বরং তা সদা-সর্বদা পাওয়া যাবে।