Skip to main content

আল ওয়াক্বিয়া শ্লোক ৪০

وَثُلَّةٌ مِّنَ الْاٰخِرِيْنَۗ   ( الواقعة: ٤٠ )

And a company
وَثُلَّةٌ
বহুসংখ্যক
of
مِّنَ
মধ্য হতে
the later people
ٱلْءَاخِرِينَ
পরবর্তীদের

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আর পরবর্তীদের মধ্য থেকে বহুসংখ্যক

English Sahih:

And a company of the later peoples.

1 Tafsir Ahsanul Bayaan

এবং অনেকে হবে পরবর্তীদের মধ্য হতে। [১]

[১] নবী করীম (সাঃ)-এর উম্মতের মধ্য হতে অথবা তাঁর উম্মতের পরবর্তীদের মধ্য থেকে।