فَمَالِـُٔوْنَ مِنْهَا الْبُطُوْنَۚ ( الواقعة: ٥٣ )
famāliūna
فَمَالِـُٔونَ
Then will fill
অতঃপর পূর্ণ করবে
min'hā
مِنْهَا
with it
তা দিয়ে
l-buṭūna
ٱلْبُطُونَ
the bellies
পেট সমূহকে
Famaali'oona minhal butoon (al-Wāqiʿah ৫৬:৫৩)
English Sahih:
And filling with it your bellies (Al-Waqi'ah [56] : 53)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
তা দিয়ে তোমরা তোমাদের পেট ভর্তি করবে, (আল ওয়াক্বিয়া [৫৬] : ৫৩)
1 Tafsir Ahsanul Bayaan
এবং ওটা দ্বারা তোমরা উদর পূর্ণ করবে। [১]
[১] অর্থাৎ, দেখতে অতি বীভৎস খেতে অতি বিস্বাদ ও তিক্ত বৃক্ষের খাদ্য যদিও তোমাদের কাছে অতীব অপ্রীতিকর হবে, তবুও প্রচন্ড ক্ষুধার জ্বালায় তাই দিয়েই তোমাদেরকে উদর পূর্ণ করতে হবে।