Skip to main content

اِنَّ لَكَ فِى النَّهَارِ سَبْحًا طَوِيْلًاۗ  ( المزمل: ٧ )

Indeed
إِنَّ
নিশ্চয়
for you
لَكَ
তোমার জন্যে
in
فِى
মধ্যে
the day
ٱلنَّهَارِ
দিনে
(is) occupation
سَبْحًا
ব্যস্ততা
prolonged
طَوِيلًا
দীর্ঘ

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

দিনের বেলায় তোমার জন্য আছে দীর্ঘ কর্মব্যস্ততা।

English Sahih:

Indeed, for you by day is prolonged occupation.

1 Tafsir Ahsanul Bayaan

দিবাভাগে তোমার জন্য রয়েছে দীর্ঘ কর্মব্যস্ততা। [১]

[১] سَبْحٌ এর অর্থ হল الجَرِيُ والدَّوَرانُ (চলা ও ঘোরা-ফেরা করা)। অর্থাৎ, দিনের বেলায় বহু কর্মব্যস্ততা থাকে। এটা প্রথমোক্ত কথারই তাকীদ। অর্থাৎ, রাতের নামায এবং তেলাঅত বেশী উপকারী ও প্রভাবশালী।