Skip to main content

আল ক্বেয়ামাহ শ্লোক ৩৮

ثُمَّ كَانَ عَلَقَةً فَخَلَقَ فَسَوّٰىۙ  ( القيامة: ٣٨ )

Then
ثُمَّ
পরে
he was
كَانَ
হয়
a clinging substance
عَلَقَةً
জমাট রক্ত
then He created
فَخَلَقَ
তিনি আকৃতি অতঃপর দিলেন
and proportioned
فَسَوَّىٰ
সুঠাম অতঃপর করলেন

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তারপর সে হল রক্তপিন্ড, অতঃপর আল্লাহ তাকে সৃষ্টি করলেন ও সুবিন্যস্ত করলেন।

English Sahih:

Then he was a clinging clot, and [Allah] created [his form] and proportioned [him]

1 Tafsir Ahsanul Bayaan

অতঃপর সে রক্তপিন্ডে পরিণত হয়। তারপর আল্লাহ তাকে সৃষ্টি করেন এবং সুঠাম বানান। [১]

[১] فَسَوَّى অর্থাৎ, তাকে সুন্দর সুবিন্যস্ত করে পূর্ণ আকৃতি দিয়ে তার মধ্যে আত্মা দান করেছেন।