Skip to main content

আল মুরসালাত শ্লোক ২৩

فَقَدَرْنَاۖ فَنِعْمَ الْقٰدِرُوْنَ   ( المرسلات: ٢٣ )

So We measured
فَقَدَرْنَا
আমরা ক্ষমতাবান অতএব ছিলাম
and Best
فَنِعْمَ
কত উত্তম অতএব
(are We to) measure!
ٱلْقَٰدِرُونَ
ক্ষমতার অধিকারী

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

অতঃপর আমি তাকে গঠন করেছি সুসামঞ্জস্যপূর্ণরূপে, আমি কতই না উত্তম ক্ষমতার অধিকারী!

English Sahih:

And We determined [it], and excellent [are We] to determine.

1 Tafsir Ahsanul Bayaan

আমি একে গঠন করেছি পরিমিতভাবে, [১] আমি কত সুনিপুণ স্রষ্টা!

[১] অর্থাৎ, মাতৃগর্ভে তার দৈহিক গঠন-বিন্যাসের ব্যাপারে সঠিক অনুমান করে নিয়েছি যে, উভয় চোখ, উভয় হাত, উভয় পা এবং উভয় কানের মধ্যে ও অন্যান্য আরো অঙ্গের মধ্যে পারস্পরিক কতটা ব্যবধান থাকা উচিত। (কোথায় কোন্ অঙ্গ রাখা উচিত।)