Skip to main content

আল মুরসালাত শ্লোক ২৬

اَحْيَاۤءً وَّاَمْوَاتًاۙ  ( المرسلات: ٢٦ )

(For the) living
أَحْيَآءً
জীবিিতদের
and (the) dead
وَأَمْوَٰتًا
ও মৃতদের

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

জীবিত ও মৃতদেরকে (ভাল আর মন্দকে নেককার আর পাপাচারীকে)।

English Sahih:

Of the living and the dead?

1 Tafsir Ahsanul Bayaan

জীবিত ও মৃতের জন্য? [১]

[১] অর্থাৎ, যমীন বা ভূমি জীবন্তদেরকে নিজ পিঠে এবং মৃতদেরকে নিজ পেটে ধারণ করে রাখে।