Skip to main content

সূরা আল আ'লা শ্লোক 10

سَيَذَّكَّرُ
সে শীঘ্রই শিক্ষা নেবে
مَن
যে
يَخْشَىٰ
ভয় করে

তাফসীর তাইসীরুল কুরআন:

যে ভয় করে সে উপদেশ গ্রহণ করবে।

1 আহসানুল বায়ান | Tafsir Ahsanul Bayaan

যে ভয় করে, সে উপদেশ গ্রহণ করবে। [১]

[১] অর্থাৎ, তোমার উপদেশ নিশ্চয় ঐ সমস্ত লোকেরা গ্রহণ করবে, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। আর তার মাধ্যমে তাদের মধ্যে আল্লাহ-ভীতি ও নিজেদের সংস্কার-প্রচেষ্টা বৃদ্ধি পাবে।

2 আবু বকর মুহাম্মাদ যাকারিয়া | Tafsir Abu Bakr Zakaria

যে ভয় করে সেই উপদেশ গ্ৰহণ করবে [১]।

[১] অর্থাৎ যে ব্যক্তির মনে আল্লাহ্র ভয় এবং তাঁর সাথে সাক্ষাত করতে হবে এমন ধারণা কাজ করে সে অবশ্যই আপনার উপদেশ মনোযোগ সহকারে শুনবে। [ইবন কাসীর]

3 আল-বায়ান ফাউন্ডেশন | Tafsir Bayaan Foundation

সে-ই উপদেশ গ্রহণ করে, যে ভয় করে ।

4 মুহিউদ্দীন খান | Muhiuddin Khan

যে ভয় করে, সে উপদেশ গ্রহণ করবে,

5 জহুরুল হক | Zohurul Hoque

যে ভয় করে সে যথাসত্বর উপদেশ গ্রহণ করবে,