Skip to main content

সূরা আল বালাদ শ্লোক 14

أَوْ
অথবা
إِطْعَٰمٌ
খানা খাওয়ানো
فِى
মধ্যে
يَوْمٍ
দিনে
ذِى
এর
مَسْغَبَةٍ
দুর্ভিক্ষ

তাফসীর তাইসীরুল কুরআন:

অথবা দুর্ভিক্ষের দিনে খাদ্য দান

1 আহসানুল বায়ান | Tafsir Ahsanul Bayaan

অথবা ক্ষুধার দিনে অন্নদান।

2 আবু বকর মুহাম্মাদ যাকারিয়া | Tafsir Abu Bakr Zakaria

অথবা দুর্ভিক্ষের দিনে খাদ্যদান [১]—

[১] দ্বিতীয় সৎকর্ম হচ্ছে ক্ষুধার্তকে অন্নদান। যে কাউকে অন্নদান করলে তা আরও বিরাট সওয়াবের কাজ হয়ে যায়। তাই বলা হয়েছে, বিশেষভাবে যদি আত্মীয় ইয়াতীমকে অন্নদান করা হয়, তবে তাতে দ্বিগুণ সওয়াব হয়। (এক) ক্ষুধার্তের ক্ষুধা দূর করার সওয়াব এবং (দুই) আত্মীয়ের সাথে সম্পর্ক বজায় রাখা ও তার হক আদায় করার সওয়াব। জাবের ইবনে আবদুল্লাহ বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “কোন মুসলিম ক্ষুধার্তকে অন্নদান ক্ষমাকে অবশ্যম্ভাবী করে” । [মুস্তাদরাকে হাকিম; ২/৫২৪]

3 আল-বায়ান ফাউন্ডেশন | Tafsir Bayaan Foundation

অথবা খাদ্য দান করা দুর্ভিক্ষের দিনে।

4 মুহিউদ্দীন খান | Muhiuddin Khan

অথবা দুর্ভিক্ষের দিনে অন্নদান।

5 জহুরুল হক | Zohurul Hoque

অথবা আকালের দিনে খাবার দেওয়া --