وَالشَّمْسِ وَضُحٰىهَاۖ ( الشمس: ١ )
wal-shamsi
وَٱلشَّمْسِ
By the sun
শপথ সূর্যের
waḍuḥāhā
وَضُحَىٰهَا
and its brightness
এবং তার কিরণের
Wash shamsi wa duhaa haa (aš-Šams ৯১:১)
English Sahih:
By the sun and its brightness (Ash-Shams [91] : 1)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
শপথ সূর্যের ও তার (উজ্জ্বল) কিরণের, (আশ-শামস [৯১] : ১)
1 Tafsir Ahsanul Bayaan
শপথ সূর্যের এবং তার (দিনের প্রথম ভাগের) কিরণের। [১]
[১] চাশতের সময় অথবা সূর্যের কিরণের কসম। অথবা 'য্বুহা' বলতে দিনকে বোঝানো হয়েছে। অর্থাৎ, সূর্য এবং দিনের কসম।