Skip to main content

وَالْقَمَرِ اِذَا تَلٰىهَاۖ  ( الشمس: ٢ )

And the moon
وَٱلْقَمَرِ
শপথ চাঁদের
when
إِذَا
যখন
it follows it
تَلَىٰهَا
তার পিছে আসে

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

শপথ চাঁদের যখন তা সূর্যের পিছনে আসে,

English Sahih:

And [by] the moon when it follows it

1 Tafsir Ahsanul Bayaan

শপথ চন্দ্রের, যখন তা সূর্যের পর আবির্ভূত হয়। [১]

[১] অর্থাৎ, যখন সূর্যাস্তের পরে পরেই চন্দ্র উদয় হয়। যেমন, মাসের প্রথম পক্ষে হয়ে থাকে।