Skip to main content

وَالنَّهَارِ اِذَا جَلّٰىهَاۖ  ( الشمس: ٣ )

And the day
وَٱلنَّهَارِ
শপথ দিনের
when
إِذَا
যখন
it displays it
جَلَّىٰهَا
তাকে প্রকাশ করে

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

শপথ দিনের যখন তা সূর্যকে উদ্ভাসিত করে,

English Sahih:

And [by] the day when it displays it

1 Tafsir Ahsanul Bayaan

শপথ দিবসের, যখন তা সূর্যকে প্রকাশ করে। [১]

[১] অথবা অন্ধকারকে দূরীভূত করে। 'অন্ধকার' শব্দের উল্লেখ তো পূর্বে নেই; তবে বাগধারার ইঙ্গিতে তা বোঝা যায়।