Skip to main content

وَالَّيْلِ اِذَا يَغْشٰىهَاۖ  ( الشمس: ٤ )

And the night
وَٱلَّيْلِ
শপথ রাতের
when
إِذَا
যখন
it covers it
يَغْشَىٰهَا
তাকে ঢেকে ফেলে

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

শপথ রাতের যখন তা সূর্যকে ঢেকে নেয়,

English Sahih:

And [by] the night when it covers [i.e., conceals] it

1 Tafsir Ahsanul Bayaan

শপথ রজনীর, যখন তা সূর্যকে আচ্ছাদিত করে। [১]

[১] অর্থাৎ, সূর্যকে আছন্ন করে ফেলে এবং চতুর্দিকে অন্ধকার ছেয়ে আসে।