Skip to main content

وَنَفْسٍ وَّمَا سَوّٰىهَاۖ  ( الشمس: ٧ )

And (the) soul
وَنَفْسٍ
শপথ মানুষের
and He Who
وَمَا
এবং যিনি
proportioned it
سَوَّىٰهَا
তাকে সুঠাম করেছেন

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

শপথ প্রাণের আর তাঁর যিনি তা সামঞ্জস্যপূর্ণ করেছেন,

English Sahih:

And [by] the soul and He who proportioned it

1 Tafsir Ahsanul Bayaan

শপথ আত্মার এবং তার সুঠাম গঠনের। [১]

[১] অথবা যিনি তাকে সুঠাম বানিয়েছেন। তাকে সুঠাম বানিয়েছেন অর্থ হল তাকে অঙ্গ-প্রত্যঙ্গের উপযুক্ত বানিয়েছেন। তাকে বিশ্রী বা বেঢঙ্গের বানাননি।