Skip to main content

اِنَّآ اَنْزَلْنٰهُ فِيْ لَيْلَةِ الْقَدْرِ   ( القدر: ١ )

Indeed We
إِنَّآ
নিশ্চয়ই
revealed it
أَنزَلْنَٰهُ
তা আমরা অবতীর্ণ করেছি
in
فِى
মধ্যে
(the) Night
لَيْلَةِ
রাতের
(of) Power
ٱلْقَدْرِ
কদরের/ মহিমার

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আমি কুরআনকে কাদরের রাতে নাযিল করেছি,

English Sahih:

Indeed, We sent it [i.e., the Quran] down during the Night of Decree.

1 Tafsir Ahsanul Bayaan

নিশ্চয়ই আমি এ (কুরআন)কে অবতীর্ণ করেছি মর্যাদাপূর্ণ রাত্রিতে (শবেকদরে)। [১]

[১] অর্থাৎ, এই রাতে তা (কুরআন) অবতীর্ণ আরম্ভ করেছেন। অথবা তা 'লাওহে মাহ্ফূয' হতে দুনিয়ার আসমানে অবস্থিত 'বাইতুল ইযযাহ'তে এক দফায় অবতীর্ণ করেছেন। আর সেখান থেকে প্রয়োজন মোতাবেক নবী (সাঃ) এর উপর অবতীর্ণ করা হয়েছে এবং তা ২৩ বছরে পরিপূর্ণ হয়ে গেছে। জ্ঞাতব্য যে, 'লাইলাতুল কদর' রমযান মাসেই হয়ে থাকে; অন্য কোন মাসে নয়। এর প্রমাণ, মহান আল্লাহ বলেছেন, "রমযান মাস; যাতে কুরআনকে অবতীর্ণ করা হয়েছে।" (সূরা বাক্বারাহ ২;১৮৫ নং আয়াত)