Skip to main content

وَّاَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا اَبَابِيْلَۙ  ( الفيل: ٣ )

And He sent
وَأَرْسَلَ
এবং পাঠিয়েছেন
against them
عَلَيْهِمْ
তাদের বিরুদ্ধে
birds
طَيْرًا
পাখি
(in) flocks
أَبَابِيلَ
ঝাঁকে ঝাঁকে

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তিনি তাদের বিরুদ্ধে পাঠিয়েছিলেন ঝাঁকে ঝাঁকে পাখি।

English Sahih:

And He sent against them birds in flocks,

1 Tafsir Ahsanul Bayaan

তাদের বিরুদ্ধে তিনি ঝাঁকে ঝাঁকে পাখী প্রেরণ করেছিলেন।[১]

[১] أبَابِيل (আবাবীল) পাখীর নাম নয়; বরং এর অর্থ হল, ঝাঁকে ঝাঁকে।