Skip to main content

وَمِنْ شَرِّ حَاسِدٍ اِذَا حَسَدَ ࣖ  ( الفلق: ٥ )

And from
وَمِن
এবং হতে
(the) evil
شَرِّ
অনিষ্ট
(of) an envier
حَاسِدٍ
হিংসুকের
when
إِذَا
যখন
he envies"
حَسَدَ
সে হিংসা করে"

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

এবং হিংসুকের অনিষ্ট হতে, যখন সে হিংসা করে।

English Sahih:

And from the evil of an envier when he envies."

1 Tafsir Ahsanul Bayaan

এবং অনিষ্ট হতে হিংসুকের, যখন সে হিংসা করে। [১]

[১] হিংসা তখন হয়, যখন হিংসাকারী হিংসিত ব্যক্তির নিয়ামতের ধ্বংস কামনা করে। সুতরাং তা থেকেও পানাহ চাওয়া হয়েছে। কেননা, হিংসাও এক জঘন্যতম চারিত্রিক ব্যাধি; যা মানুষের পুণ্যরাশিকে ধ্বংস করে ফেলে।