Skip to main content

لَقَدْ
নিশ্চয়ই
كَانَ
রয়েছে
فِى
মধ্যে
قَصَصِهِمْ
তাদের কাহিনীগুলোর
عِبْرَةٌ
শিক্ষা
لِّأُو۟لِى
জন্যে সম্পন্নদের
ٱلْأَلْبَٰبِۗ
জ্ঞানবুদ্ধি
مَا
না
كَانَ
ছিলো
حَدِيثًا
এ কথা
يُفْتَرَىٰ
মনগড়া
وَلَٰكِن
কিন্তু
تَصْدِيقَ
সত্যায়নকারী
ٱلَّذِى
যা
بَيْنَ
বিদ্যমান
يَدَيْهِ
তার সামনে
وَتَفْصِيلَ
এবং বিশদ ব্যাখ্যা
كُلِّ
সব
شَىْءٍ
কিছুর
وَهُدًى
এবং দিশা
وَرَحْمَةً
ও অনুগ্রহ
لِّقَوْمٍ
লোকদের জন্যে
يُؤْمِنُونَ
(যারা) ঈমান আনে

এদের কাহিনীসমূহে বোধশক্তিসম্পন্ন মানুষদের জন্য শিক্ষণীয় বিষয় আছে। এ কুরআন কোন মিথ্যে রচনা নয়, বরং তাদের পূর্বে আগত কিতাবের প্রত্যয়নকারী আর যাবতীয় বিষয়ের বিস্তারিত বিররণে সমৃদ্ধ, আর মু’মিন সম্প্রদায়ের জন্য পথের দিশারী ও রহমাত।

ব্যাখ্যা