Skip to main content

فَاِذَا قَرَأْتَ الْقُرْاٰنَ فَاسْتَعِذْ بِاللّٰهِ مِنَ الشَّيْطٰنِ الرَّجِيْمِ   ( النحل: ٩٨ )

So when
فَإِذَا
অতঃপর যখন
you recite
قَرَأْتَ
তুমি পাঠ করবে
the Quran
ٱلْقُرْءَانَ
কুরআন
seek refuge
فَٱسْتَعِذْ
তখন আশ্রয় চাইবে
in Allah
بِٱللَّهِ
কাছে আল্লাহর
from
مِنَ
থেকে
the Shaitaan
ٱلشَّيْطَٰنِ
শয়তান
the accursed
ٱلرَّجِيمِ
বিতাড়িত

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তুমি যখনি কুরআন পাঠ করবে তখন অভিশপ্ত শয়ত্বান থেকে আল্লাহর নিকট আশ্রয় চাইবে।

English Sahih:

So when you recite the Quran, [first] seek refuge in Allah from Satan, the expelled [from His mercy].

1 Tafsir Ahsanul Bayaan

যখন তুমি কুরআন পাঠ (করার ইচ্ছা) করবে তখন অভিশপ্ত শয়তান হতে আল্লাহর আশ্রয় প্রার্থনা কর। [১]

[১] যদিও সম্বোধন নবী (সাঃ)-কে করা হয়েছে; কিন্তু উদ্দেশ্য সকল উম্মত। অর্থাৎ কুরআন পাঠের পূর্বে أَعُوذُْ بِاللّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ পাঠ কর।