Skip to main content

فَاَتْبَعَ سَبَبًا  ( الكهف: ٨٥ )

fa-atbaʿa
فَأَتْبَعَ
So he followed
অতঃপর সে অনুসরণ করলো
sababan
سَبَبًا
a course
এক পথ

Fa atba'a sababaa (al-Kahf ১৮:৮৫)

English Sahih:

So he followed a way (Al-Kahf [18] : 85)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

একবার সে এক রাস্তা ধরল (অর্থাৎ একদিকে একটা অভিযান চালাল)। (কাহফ [১৮] : ৮৫)

1 Tafsir Ahsanul Bayaan

সে এক পথ অবলম্বন করল।[১]

[১] দ্বিতীয়ত سَبَب এর অর্থঃ পথ করা হয়েছে। কিংবা এর অর্থ হল, আল্লাহ প্রদত্ত মাধ্যম থেকে অতিরিক্ত আরো কিছু মাধ্যম প্রস্তুত করল; যেমন আল্লাহর সৃষ্টি লোহা দিয়ে নানান রকমের অস্ত্র-শস্ত্র ও যন্ত্র তৈরী করা হয় এবং যেভাবে বিভিন্ন ধাতু দিয়ে বিভিন্ন জিনিস-পত্র তৈরী করা হয়।