Skip to main content

فَاُلْقِيَ السَّحَرَةُ سُجَّدًا قَالُوْٓا اٰمَنَّا بِرَبِّ هٰرُوْنَ وَمُوْسٰى   ( طه: ٧٠ )

So were thrown down
فَأُلْقِىَ
অতঃপর পড়ে গেল
the magicians
ٱلسَّحَرَةُ
জাদুকররা
prostrating
سُجَّدًا
সিজদায়
They said
قَالُوٓا۟
তারা বললো
"We believe
ءَامَنَّا
"আমরা ঈমান আনলাম
in (the) Lord
بِرَبِّ
রবের উপর
(of) Harun
هَٰرُونَ
হারূনের
and Musa"
وَمُوسَىٰ
ও মূসার"

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

(মূসার স্পষ্ট নিদর্শন যখন দেখল) তখন যাদুকরেরা (আল্লাহর প্রতি) সাজদায় লুটিয়ে পড়ল। তারা বলল, ‘আমরা হারূন ও মূসার প্রতিপালকের উপর ঈমান আনলাম।’

English Sahih:

So the magicians fell down in prostration. They said, "We have believed in the Lord of Aaron and Moses."

1 Tafsir Ahsanul Bayaan

অতঃপর জাদুকররা সিজদায় পড়ল ও বলল, ‘আমরা হারূন ও মূসার প্রতিপালকের প্রতি বিশ্বাস স্থাপন করলাম।’