وَّاٰخَرُ مِنْ شَكْلِهٖٓ اَزْوَاجٌۗ ( ص: ٥٨ )
And other
وَءَاخَرُ
এবং অন্য কিছু
its type
شَكْلِهِۦٓ
সে ধরণের
(of various) kinds
أَزْوَٰجٌ
বিভিন্ন প্রকার (কষ্টের)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
এ ধরনের আরো অন্যান্য (শাস্তি) যা তাদের জন্য যথোপযুক্ত।
English Sahih:
And other [punishments] of its type [in various] kinds.
1 Tafsir Ahsanul Bayaan
এ ছাড়া রয়েছে এরূপ আরও বিভিন্ন ধরনের শাস্তি। [১]
[১]شَكْلِه ِ অনুরূপ أَزْوَاجٌ বিভিন্ন ধরনের। অর্থাৎ ফুটন্ত পানি ও পুঁজের মত আরো বিভিন্ন প্রকার শাস্তি থাকবে।
2 Tafsir Abu Bakr Zakaria
আরো আছে এরূপ বিভিন্ন ধরনের শাস্তি [১]।
[১] ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এর দ্বারা প্ৰচণ্ড শীত বোঝানো হয়েছে। আর ইবন আব্বাস বলেন, এর অর্থ, অনুরূপ। [তাবারী।]
3 Tafsir Bayaan Foundation
আরও রয়েছে এ জাতীয় বহুরকম আযাব।
4 Muhiuddin Khan
এ ধরনের আরও কিছু শাস্তি আছে।
5 Zohurul Hoque
আর অন্যান্য রয়েছে এই ধরনের -- জোড়ায়-জোড়ায়।
- القرآن الكريم - ص٣٨ :٥٨
Sad 38:58