Skip to main content
bismillah

صٓۚ
সাদ
وَٱلْقُرْءَانِ
কোরআনের শপথ
ذِى
পূর্ণ
ٱلذِّكْرِ
উপদেশ

স্ব-দ, উপদেশপূর্ণ কুরআনের শপথ- (এটা সত্য)।

ব্যাখ্যা

بَلِ
কিন্তু
ٱلَّذِينَ
যারা
كَفَرُوا۟
অস্বীকার করেছে
فِى
মধ্যে (লিপ্ত)
عِزَّةٍ
ঔদ্ধত্যের
وَشِقَاقٍ
ও বিরোধীতার

কিন্তু কাফিররা আত্মম্ভরিতা আর বিরোধিতায় নিমজ্জিত।

ব্যাখ্যা

كَمْ
কত (জাতিকেই)
أَهْلَكْنَا
আমরা ধ্বংস করেছি
مِن
পূর্বে
قَبْلِهِم
তাদের
مِّن
মধ্যে হতে
قَرْنٍ
জাতিসমূহের
فَنَادَوا۟
তারা তখন চিৎকার করেছে
وَّلَاتَ
কিন্তু আর ছিলো না
حِينَ
সময়
مَنَاصٍ
মুক্তি লাভের

তাদের পূর্বে আমি কত মানবগোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছি, অবশেষে তারা (ক্ষমা লাভের জন্য) আর্তচিৎকার করেছিল, কিন্তু তখন পরিত্রাণ লাভের আর কোন অবকাশই ছিল না।

ব্যাখ্যা

وَعَجِبُوٓا۟
এবং অবাক হয়েছে তারা
أَن
যে
جَآءَهُم
তাদের কাছে এসেছে
مُّنذِرٌ
একজন সতর্ককারী
مِّنْهُمْۖ
তাদেরই মধ্য হ'তে
وَقَالَ
এবং বললো
ٱلْكَٰفِرُونَ
কাফিররা
هَٰذَا
"এই (ব্যক্তি)
سَٰحِرٌ
যাদুকর
كَذَّابٌ
বড় মিথ্যাবাদী

আর তারা (এ ব্যাপারে) বিস্ময়বোধ করল যে, তাদের কাছে তাদেরই মধ্য হতে একজন সতর্ককারী এসেছে। কাফিরগণ বলল- ’এটা একটা যাদুকর, মিথ্যুক।

ব্যাখ্যা

أَجَعَلَ
সাব্যস্ত করেছে কি সে
ٱلْءَالِهَةَ
সব উপাস্যকে
إِلَٰهًا
ইলাহ
وَٰحِدًاۖ
একই
إِنَّ
নিশ্চয়ই
هَٰذَا
এটা
لَشَىْءٌ
অবশ্যই ব্যাপার
عُجَابٌ
আজব"

সে কি সব ইলাহকে এক ইলাহ বানিয়ে ফেলেছে? এটা বড়ই আশ্চর্য ব্যাপার তো!’

ব্যাখ্যা

وَٱنطَلَقَ
এবং সরে পড়লো
ٱلْمَلَأُ
প্রধানেরা
مِنْهُمْ
তাদের মধ্যকার
أَنِ
(এই বলে) যে,
ٱمْشُوا۟
"তোমরা চলে যাও
وَٱصْبِرُوا۟
ও তোমরা অবিচল থাকো
عَلَىٰٓ
উপর
ءَالِهَتِكُمْۖ
তোমাদের উপাস্যদের (উপাসনায়)
إِنَّ
নিশ্চয়ই
هَٰذَا
এই
لَشَىْءٌ
ব্যাপার অবশ্যই
يُرَادُ
উদ্দেশ্যমূলক

তাদের প্রধানরা প্রস্থান করে এই বলে যে, ‘তোমরা চলে যাও আর অবিচলিত চিত্তে তোমাদের ইলাহদের পূজায় লেগে থাক। অবশ্যই এ ব্যাপারটির পিছনে অন্য উদ্দেশ্য আছে।

ব্যাখ্যা

مَا
না
سَمِعْنَا
আমরা শুনেছি
بِهَٰذَا
এ সম্পর্কে
فِى
মধ্যে
ٱلْمِلَّةِ
জাতি-ধর্মগুলোতে
ٱلْءَاخِرَةِ
(অতীতের) অন্যান্য
إِنْ
নয়
هَٰذَآ
এটা
إِلَّا
ব্যতীত
ٱخْتِلَٰقٌ
মনগড়া কথা

এমন কথা তো আমাদের নিকট অতীতের মিল্লাতগুলো থেকে শুনিনি। এটা শুধু একটা মন-গড়া কথা।

ব্যাখ্যা

أَءُنزِلَ
কি অবতরণ করা হয়েছে
عَلَيْهِ
তার উপর
ٱلذِّكْرُ
কোরআন (কিতাব)
مِنۢ
হ'তে
بَيْنِنَاۚ
আমাদের মধ্যে"
بَلْ
বরং
هُمْ
তারা
فِى
মধ্যে (আছে)
شَكٍّ
সন্দেহের
مِّن
সম্পর্কে
ذِكْرِىۖ
আমার কোরআন (অর্থাৎ কিতাব)
بَل
বরং
لَّمَّا
করে নি
يَذُوقُوا۟
তারা স্বাদ গ্রহণ
عَذَابِ
আমার শাস্তির

আমাদের মধ্যে তার কাছেই কি বাণী পাঠানো হয়েছে?’ আসলে তারা আমার বাণীতে সন্দিহান, (তার কারণ) তারা এখনও আমার শাস্তির স্বাদ পায়নি।

ব্যাখ্যা

أَمْ
তবে কি
عِندَهُمْ
কাছে আছে তাদের
خَزَآئِنُ
ভান্ডারসমূহ
رَحْمَةِ
অনুগ্রহের
رَبِّكَ
তোমার রবের
ٱلْعَزِيزِ
(যিনি) পরাক্রমশালী
ٱلْوَهَّابِ
মহান দাতা

(রহমতের ভান্ডার আছে আমার কাছে, তাত্থেকে যাকে যতখানি ইচ্ছে আমি দেই) তাদের কাছে কি তোমার প্রতিপালকের রহমতের ভান্ডার আছে যিনি মহা প্রতাপশালী, অসীম দাতা?

ব্যাখ্যা

أَمْ
না কি
لَهُم
তাদের আছে
مُّلْكُ
সার্বভৌমত্ব
ٱلسَّمَٰوَٰتِ
আকাশের
وَٱلْأَرْضِ
ও পৃথিবীর
وَمَا
এবং যা (আছে)
بَيْنَهُمَاۖ
তাদের উভয়ের মাঝে
فَلْيَرْتَقُوا۟
তারা আরোহণ করুক তাহ'লে
فِى
সাহায্যে
ٱلْأَسْبَٰبِ
(উচ্চজগতের) সিঁড়ির

কিংবা আকাশ ও পৃথিবী- এ দু’ এর মাঝে যা আছে তার সর্বময় ক্ষমতা কি তাদের আছে? তাহলে তারা বিশ্ব পরিচালনার উচ্চস্থানে উঠে পড়ুক।

ব্যাখ্যা
কুরআন মজীদ :
ছোয়াদ
القرآن الكريم:ص
আধিপত্য একটি আয়াত (سجدة):24
সূরা নাম (latin):Sad
সূরা না:38
আয়াত:88
মোট শব্দ:732
মোট অক্ষর:3760
রুকু সংখ্যা:5
অবতীর্ণ:মক্কা
উদ্ঘাটন আদেশ:38
শ্লোক থেকে শুরু:3970