Skip to main content

إِلَىٰ
পর্যন্ত
يَوْمِ
দিন
ٱلْوَقْتِ
(এমন) সময়ের
ٱلْمَعْلُومِ
(যা) অবধারিত"

সেদিন পর্যন্ত যার (আগমন) কাল সুনির্ধারিত।

ব্যাখ্যা

قَالَ
সে বললো
فَبِعِزَّتِكَ
"আপনার সম্মানের শপথ তাহ'লে
لَأُغْوِيَنَّهُمْ
তাদের অবশ্যই বিভ্রান্ত করবো আমি
أَجْمَعِينَ
সকলকেই

সে বলল- আপনার ক্ষমতার কসম! আমি ওদের সব্বাইকে অবশ্যই পথভ্রষ্ট করব।

ব্যাখ্যা

إِلَّا
ব্যতীত
عِبَادَكَ
আপনার দাসদের
مِنْهُمُ
তাদের মধ্যে হ'তে
ٱلْمُخْلَصِينَ
একনিষ্ঠ"

তাদের মধ্যে আপনার একনিষ্ঠ বান্দাদের বাদে।

ব্যাখ্যা

قَالَ
(আল্লাহ) বললেন
فَٱلْحَقُّ
"তবে (এটাই) সত্য
وَٱلْحَقَّ
আর সত্যই
أَقُولُ
আমি বলি

তিনি বললেন- এটাই সত্য, আমি সত্যই বলি যে,

ব্যাখ্যা

لَأَمْلَأَنَّ
আমি অবশ্যই ভরিয়ে তুলবো
جَهَنَّمَ
জাহান্নামকে
مِنكَ
তোমার দ্বারা
وَمِمَّن
ও তার দ্বারা যে
تَبِعَكَ
তোমার অনুসরণ করবে
مِنْهُمْ
তাদের মধ্যে হ'তে
أَجْمَعِينَ
সকলের (দ্বারা)"

আমি তোমাকে আর তাদের (অর্থাৎ মানুষদের) মধ্যে যারা তোমাকে অনুসরণ করবে তাদের সব্বাইকে দিয়ে অবশ্যই জাহান্নাম পূর্ণ করব।

ব্যাখ্যা

قُلْ
(হে নাবী) বলো
مَآ
"না
أَسْـَٔلُكُمْ
তোমাদের কাছে চাই আমি
عَلَيْهِ
এর উপর
مِنْ
কোনো
أَجْرٍ
পারিশ্রমিক
وَمَآ
আর না
أَنَا۠
আমি
مِنَ
অন্তর্ভুক্ত
ٱلْمُتَكَلِّفِينَ
ভানকারীদের

বল- আমি এর (অর্থাৎ সত্য-সঠিক পথের দিকে ডাকার) জন্য তোমাদের কাছে পারিশ্রমিক চাই না, আর আমি কোন ধোঁকাবাজ নই।

ব্যাখ্যা

إِنْ
নয়
هُوَ
তা
إِلَّا
এ ব্যতীত
ذِكْرٌ
উপদেশ
لِّلْعَٰلَمِينَ
বিশ্ববাসীদের জন্যে

এটা তো বিশ্বজগতের জন্য কেবল উপদেশ বাণী।

ব্যাখ্যা

وَلَتَعْلَمُنَّ
এবং তোমরা অবশ্যই জানবে
نَبَأَهُۥ
তার খবর
بَعْدَ
পরেই
حِينٍۭ
কিছুকাল"

কিছুকাল পরেই এর সংবাদ তোমরা অবশ্য অবশ্যই জানতে পারবে।

ব্যাখ্যা